Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ছেলেধরা গুজবে কান দেবেন না ওসি বিপ্লব কুমার বিশ্বাস
বিস্তারিত

ময়মনসিংহের হালুয়াঘাটে ছেলেধরা গুজব বন্ধে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষে প্রচার মাইকিং করছে হালুয়াঘাট থানা পুলিশ।হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস জানান, ছেলেধরা গুজব বন্ধে জনসচেতনাতা বৃদ্ধির লক্ষে উপজেলায় মাইকিং করছি। এছাড়াও এ ধরনের গুজবে শিক্ষাপ্রতিষ্ঠানের উপর প্রভাব সবচেয়ে বেশি পড়ে, সে জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষক শিক্ষার্থীদের সাথে আমাদের মতবিনিময় অব্যাহত আছে।তিনি আরও বলেন, থানা এলাকায় কাউকে সন্দহে জনক মনে হলে উক্ত ব্যক্তিকে মারপিট না করে হালুয়াঘাট থানা পুলশিকে তথ্য দিন। জাতীয় জরুরী সেবা-৯৯৯ কল করে তথ্যদিন সেবা নিন । গুজব ছড়ানো ব্যক্তি ষড়যন্ত্রকারী আর গুজবে ছেলে ধরা সন্দেহে কাউকে গনপিটুনি দেয়া ফৌজদারী র্কাযবিধি আইনের শাস্তিযোগ্য অপরাধ। হালুয়াঘাট থানা এলাকায় বসবাসরত সকল নাগরিকের জান মালের সর্বক্ষন নিরাপত্তা নিশ্চিতকল্পে কাজ করে যাচ্ছি আমরা। মনে রাখবেন গুজব একটি মারাত্মক অপরাধ।শুধু গুজবের কারণেই আহজ দেশের নানা স্থানে সাধারণ মানুষ ও পাগল প্রকৃতির মানুষ শারীরিক নির্যাতনের কবলে পড়ছে।এমনকি না জেনে না বুঝে গুজবে কান দিয়ে নির্মম নির্যাতন করে মানুষ হত্যার মতো জঘন্য পাপ কাজও হচ্ছে। অযথা কেউ গুজবে কান দেবেন না।সম্প্রতি মাথা কাটা নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে তা নিছক একটি বিচ্ছিন্ন ঘটনা।ওই ঘটনার সাথে ছেলেধরাদের মাথা কাটার কোনো সম্পর্ক নেই। ফেসবুকে যেসব ভিডিও দেখে সাধারণ মানুষ ছেলেধরা গুজবকে বিশ্বাস করছে, সেসব ভিডিওতে গুজবের কারণেই নিরীহ সাধারণ মানুষদের মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়েছে।তাই গুজব বন্ধে সচেতনতা বৃদ্ধির জন্য থানা পুলিশের উদ্যোগে মাইকিং করা হচ্ছে। কেউ গুজবে কান দেবেন না।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
28/07/2019
আর্কাইভ তারিখ
31/12/2019

ফটো গ্যালারি