Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পৌরশহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষা গারো পাহাড়। চারপাশে সমতল বেষ্টিত পাহাড়, পাখিদের কোলাহল ও দৃষ্টিনন্দন পানির দৃশ্য যেন শীতল করে দেয় মনকে। সবুজের সমারোহ ও গজারী বাগানের মনোহারি দৃশ্য দেখে দর্শনার্থীদের চোখ মিনিটখানিকের জন্য থামিয়ে দেয়। এর প্রেক্ষিতে হালুয়াঘাট থানা পুলিশ পর্যটকদের সব সময় সর্বচ্ছো পুলিশি সেবা নিশ্চিতকল্পে দৃঢ প্রতিজ্ঞ।

 

মানুষের জন্যই মানুষের সৃষ্টি। একে অপরের উপকারের মধ্যেই মানবতার উদারতা প্রমাণিত হয় । কাউকে অপমানিত কিংবা অবহেলায় দূরে ঠেলে দেয়ার মধ্যে মানবতার সৌন্দর্য দৃপ্তময় হয়ে ওঠে না। আলোকিত মানুষ হওয়ার পাশাপাশি আলোকিত মানবতার ফেরিওয়ালা হওয়াও জরুরি। মানব সম্প্রদায় আর মানবতা দুটি পৃথককৃত শব্দ হয়ে থাকলেও এ দুটি শব্দ একই সুতোয় গাঁথা। পুষ্প যেমন করে আপনার তরে ফোটে না, মানুষকেও ঠিক সেরকম হতে হবে। একাকী বেঁচে থাকার মধ্যে তেমন কোনো প্রফুল্লতাময় স্বাদ নেই, তৃপ্তি নেই। ইচ্ছেশক্তির ওপর অনেক কিছুই ভর করে থাকে। মানবসম্প্রদায় ইচ্ছে করলে নিজেকে বিলিয়ে দিতে পারে মানবতার ভিড়ে। বাংলাদেশ পুলিশ ও তেমন একটি সেবা মূলক বাহিনী।

দেশের সাধারণ মানুষ, যারা আজও দুঃখী, যারা আজও নিরন্তর সংগ্রাম করে বেঁচে আছে, তাদের হাসি-কান্না, সুখ-দুঃখকে শিল্প-সাহিত্য-সংস্কৃতির উপজীব্য করার জন্য শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিসেবীদের প্রতি আহবান জানাচ্ছি। -বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক নেতা, বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে অন্যতম পুরোধা ব্যক্তিত্ব এবং বাংলাদেশের জাতির জনক

ফটো গ্যালারি